মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাঞ্চনার যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যা মামলার পলাতক আসামি ছগির আহমদকে (৪৯) গ্রেফতার করেছে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কার্তুজের গুলি উদ্ধার করে। গত ২৬ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার দেওদীঘি বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। সেই কাঞ্চনার বকসিরখীল এলাকার চুন্নু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দেওদীঘি বাজারে পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে জামায়াতের কিলিং মিশনের একজন লিডার জহিরুল হাসান হত্যা মামলার পলাতক আসামি ছগিরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে দেওদীঘি কবর স্থানের দক্ষিণ-পশ্চিম কোনে ইটের স্তুপ থেকে ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, জামায়াতের কিলিং মিশনের একজন লিডার ছগিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছি। যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যা মামলার মূল পলাতক আসামি। হত্যা, চাঁদাবাজী, চুরি- ডাকাতিসহ একাধিক মামলার আসামি সেই। এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার ছগিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।