হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

সেন্টমার্টিন থেকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এঘটনায় কোন চোরাচালানী আটক হয়নি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম লোকমান হাকিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান ‘২৬ ফেব্রুয়ারী দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ ফয়সাল বীন রশীদ (এক্স) বিএন এর নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত সেন্টমাটিন্স এর ডেইল পাড়া নামক এলাকা হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন এবং নগদ ৯৩ হাজার ৩২০ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভাব হয়নি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।