মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি
সাহসিকতার পুরস্কার সরূপ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপির দলনেতা (পিসি) আলী হোসেন রাষ্ট্রপতি পদক লাভ করেছেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা মৃত মেহের আলী ছেলে।

আলী হোসেন এবছর প্রেসিডেন্ট ভিডিপি পদক (সাহসিকতা) ভূষিত হয়েছেন। সম্প্রতি গাজীপুরের সফীপুর আনসার-ভিডিপি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তাকে এই পদক পরিয়ে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এসজিপি, এএফডব্লিউসি পিএসসি। এসময় তাকে ৫০ হাজার টাকার একটি চেকও তুলে দেওয়া হয়।

আলী হোসেন ১৯৮২সালে আনসার-ভিডিপিতে যোগদান করে দলনেতা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছেন।