ফারুক আহমদ, উখিয়া: 

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্নবাসন করার লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ অনুষ্টান রবিবার (২৫ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আর্ন্তজাতিক খাদ্য ও কৃষি সংস্থা (এ এফ ও) এবং কৃষি সম্প্রসারন আয়োজিত এ অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন, উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্জ আবদুর রহমান বদি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।

ইমারজেন্সি নিউট্রিশন এ্যান্ড ফুড সিকিউরিটি ইন্টারভেশন ফর পিপলস এফেক্টেড বাই দ্যা রিফুজি ক্রাইসিস কক্সবাজার এর সহযোগিতায় এ অনুষ্ঠানে  বিশেষ অথিতি ছিলেন, যথাক্রমে অতিরিক্ত সচিব আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম, উপ-সচিব মিজানুর রহমান ও কক্সবাজার কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক একে এম শাহ রীয়ার।

বক্তব্য রাখেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) ইমারজেন্সি প্রোগ্রামের কো- অর্ডিনেটর ম্যানুয়েল প্যারেইয়া, এফএও কো-অর্ডিনেটর পিটার এগ্রিট রাজা পালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে  আইওএম এবং এফএও আর্থিক সহয়োগিতায় উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ১২টি কৃষক মাঠ স্কুলের ২২০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে ৩৬টি পাওয়ার টিলার, ৩৬টি সেলু মেশিন সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রত্মা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডাক বিভাগের কর্মকর্তা এস এম জসিম।