টেকনাফ সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল শুরুতে অনিয়ম ও জগাখিচুরীর ব্যাপক অভিযোগ তুলেছে তৃণমলের নেতাকর্মীরা। ২৫ জানুয়ারী বিকেলে হোয়াইক্যং বাজার সত্বরে সম্মেলন ও কাউন্সিলের জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নিয়েছে আহ্বায়ক কমিটি। পাশাপাশি কোন নিয়ম নীতি না মেনে জগাখিচুরীর মধ্য দিয়ে সম্মেলন ও কাউন্সিলটি অনুষ্ঠি হতে যাচ্ছে। নেতাকর্মীদের অভিযোগ হোয়াইক্যং ইউনিয়নের ওয়ার্ড কমিটি শেষ না করেই নিজের মনগড়া কাউন্সিলর তৈরী করে সম্মেলন করতে যাচ্ছে আহ্বায়ক কমিটি। এ সম্মেলন ও কাউন্সিলের ব্যানার ও আমন্ত্রণ পত্রে ভিন্ন ভিন্ন লেখা রয়েছে। আমন্ত্রণ পত্রে যাদের নাম নাই তাদের নাম আবার ব্যানারে রয়েছে। তবে এব্যানার ও চিঠিতে চেইন অব কমান্ড মানা হয়নি। স্থানীয় উপজেলা যুবলীগের পদবিধারীদের নাম উল্লেখ করা হয়নি। যা সত্যি দুঃখজনক বলে জানিয়েছেন তৃনমূল নেতাকর্মীরা। তারা বলেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন আহ্বায়ক কমিটি। সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধক হিসেবে নুরুল আলম চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে উল্লেখ রয়েছে। এতে প্রধান অতিথি সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব নুরুল বশর জেলা যুবলীগের সভাপতি সহ সভাপতি আবুল কালাম, সোহেল আহমদ বাহাদুর, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, যুগ্ন আহ্বায়ক মাষ্টার ফরিদুল আলম, প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান সহ একাধিক বিশেষ বক্তা।
আবার ব্যানারে ওইসব ব্যক্তিদের নামের উল্লেখের পাশাপাশি স্থানীয় সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দকে বাদ দিয়ে এক সদস্যদের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া আমন্ত্রণ পত্রে আজকের(রবিবার) দিনের পরিবর্তে মঙ্গল লিখায় হাস্য রসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আরো মজার বিষয় আমন্ত্রণ পত্রের যুগ্ন আহ্বায়কদের নামের ভিন্নতা রয়েছে। এতে নিয়ম না মানায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এছাড়া অনেক ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক আতঙ্কে রয়েছেন যে, তারা স্ব পদে বহাল রয়েছেন কিনা। নাম না প্রকাশ করার শর্তে একাধিক ওয়ার্ডের নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড কমিটি বাতিল ঘোষনা নিত্য নৈমিত্তি ঝাটকি শুনতে হয় আহ্বায়ক কমিটির!
উল্লেখ্য যে, এপর্যন্ত যে কটি কমিটি করা হয়েছে, কোন ওয়ার্ডকে লিখিত কোন কমিটি প্রদান করা হয়নি।