শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের পোকখালী ও ইসলামাবাদে ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি সংগঠিত হয়েছে।২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩ টার দিকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে মুসলিম বাজার, পশ্চিম পোকখালী ও ইসলামাবাদ চৌধুরী বাজার(ডান্ডি বাজারে)। এ ঘটনায় কেউ আটক হয়নি, ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।মুসলিম বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন জানান,১৭/১৮ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত মাইক্রোবাস যোগে এসে প্রথমে পশ্চিম পোকখালীর মোজাম্মেল হকের মুদির দোকান,আকতারের কম্পিউটারের দোকান,মুসলিম বাজারের বদি আলম মাষ্টারের ফার্মেসী,রাশেলের কসমেটিকের দোকান থেকে নগদ টাকা,মালামাল,ল্যাপটপ, মোটর বাইকসহ লুট করে নিয়ে যায়।পরে ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এলালায় ডান্ডি বাজারে আবদুল হক সওদাগরের মুদির দোকান,নুরুচ্ছাফার চা’য়ের দোকানেও তালা ভেঙ্গে প্রবেশ করে নগদটাকা, মালামাল নিয়ে পালিয় যায়।সংগঠিত ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।এখনো পুলিশ অনুসন্ধান চালাতে ঘটনাস্থলে অবস্থান করছে।