ডেস্ক নিউজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বরযাত্রীর গাড়িতে ডাকাতির পর র‍্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ওই ডাকাতের নাম জানাতে পারেনি র‍্যাব।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, চট্টগ্রামের হাটহাজারি থেকে মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী। রাত সাড়ে ৩টার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটিতে ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরায় দাঁড়িয়ে থাকা র‍্যাবের টহল দলকে দেখে অভিযোগ করেন বরযাত্রীরা।

এ সময় দ্রুত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ততক্ষণে ডাকাতরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‍্যাবকে দেখে ডাকাতরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়।