সিবিএন : কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে এক আলোচনা সভা উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক এর সভাপতিত্বে কলেজ বাণিজ্য ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন , গভর্ণিং বডির দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম , অধ্যাপক শাহনুর আকতার , অধ্যাপক আকতার চৌধুরী , অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , অধ্যাপক আবুল কালাম , অধ্যাপক সাইফুল ইসলাম , অধ্যাপক শরমিন ছিদ্দিকা , অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী , কর্মচারীদের পক্ষে নুরুল ইসলাম , ছাত্রছাত্রীদের পক্ষে মিজানুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন মেঘলা দেব । কোরআন তেলায়াত করেন মোহাম্মদ আবদুল্লাহ , গীতা পাঠ করেন অধ্যাপক পবন পাল , ত্রিপিটক পাঠ করেন , ক্যহ্লাং রাখাইন । অনুস্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক জোৎস্না ইয়াসমিন ।

কর্মসূচীর মধ্যে আরো ছিল  সকালে শিক্ষক , ছাত্রছাত্রী ও কর্মচারীদের পক্ষ থেকে কলেজ শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান , কুইজ প্রতিযোগিতা , নৃত্য , কবিতা আবৃত্তি ইত্যাদি । পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।