প্রেস বিজ্ঞপ্তি:
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আনÍর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বুধবার সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনিমিত করণের মধ্যদিয়ে শুরু হয় ভাষা দিবসের অনুষ্ঠান সুচী। পরে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রভাত ফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প মাল্য অপর্ন করা হয়।

এরপর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তাহলেই কেবল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মান সম্ভব হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম সাইফুর রহমান, বিবিএ বিভাগের প্রধান রাজেদুল হক, ইংরেজী বিভাগের প্রধান আমিনুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো. ফয়সাল আহমদ,আইন বিভাগের শিক্ষক রাজেদুর রহমান, বিবিএ বিভাগের শিক্ষক কাজী নূরে জান্নাত, আদিতা বড়ুয়া, তৌসিফ আহমেদ, নাসরিন সুলতানা, ইংরেজী বিভাগের শিক্ষক তাসনিয়া ফারজানা, তামান্না নওরিন, সিএসই বিভাগের রিপন পাল আনন্দিপ বড়ুয়া, আরিফুল ইসলাম ইসলামিক স্ট্যাডিস, আব্দুল খালেক একাউন্টস বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্ধ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজস্ট্রিার কুতুব উদ্দিন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিস বিভাগের প্রধান ড. বেলাল নুর আজিজি।