হারুনর রশিদ, মহেশখালী:

কক্্রবাজারের মহেশখালী উপজেলাতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৫২ এর সকল ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মহেশখালী থানা, মহেশখালীর বিভিন্ন সরকারী দপ্তর , উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন কক্্রবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহেশখালী উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে সকাল ৮টা ৩০ মিনিটে প্রভাতফেরী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টার সময় উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনার ভূমি হাসান মারুফ , মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা আওয়ামীলীগে উপদেষ্টা ডা: নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ৫২ ভাষা আনোলনের উপর গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।