এম.এ আজিজ রাসেল :

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। একুশের প্রথম প্রহরে শুরু হয় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এসময় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি। দিবসটিকে কেন্দ্র করে শহরের সবচেয়ে বড় ফুলের বাজার বনবিভাগের গেইট থেকে শহীদ মিনার সড়কে ফুল বিক্রির ধুম পড়ে যায়। ফুলের স্থায়ী দোকানগুলোর পাশাপাশি রাস্তায়ও ফুল বিক্রি করতে দেখা গেছে। সব মিলিয়ে চাঙা ছিল ফুলের দোকানগুলো। দোকানগুলোতে ফুলের ডালা, তোড়া বানানোর কাজ করতে দেখা গেছে কারিগররা। একুশের জন্য ফুল কিনতে আসা ক্রেতাদের উপচেপড়া ভিড়ে হিমশিম খেয়েছেন বিক্রেতারাও। ক্রেতাদের কেউ কেউ বানিয়েছেন ফুলের ডালা, তোড়া কেউবা কিনেছেন ফুল।

বন বিভাগের সামনে পুষ্প নিলয় দোকানের ম্যানেজার বাবু জানান, ব্যক্তিগত ক্রেতার তুলনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানির লোকজন বেশি ফুল কিনেছেন। তারা শ্রদ্ধাঞ্জলি দিতে ফুলের ডালা নিয়ে যাচ্ছেন আবার অনেকে অর্ডার দিয়েছেন সকালের জন্য। সে অনুযায়ী কারিগররা ব্যস্ত ফুলের ডালা, তোড়া তৈরিতে। বুধবারও কিছু ফুল বিক্রি হবে। মঙ্গলবার বিকালে দেখা গেছে, প্রতিটি ফুলের দোকানে ব্যস্ত সময় পার করেছেন কারিগররা। ফুল, বাঁশের চাটাই আর শোলায় তৈরি হচ্ছে ছোট, বড় ও মাঝারি আকারের তোড়া। দোকানগুলোতে ডিজাইন ও আকার ভেদে ৩০০ থেকে ৩০০০ টাকার মধ্যে ফুলের তোড়া বা ডালা বিক্রি হচ্ছে।