এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

 জেলার অন্যতম প্রাচীনতম বিদ্যাপীট ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১ বছরের পূর্তি উৎসব আগামী মাস মার্চের ৯ ও ১০ তারিখকে সামনে রেখে পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটি নানাবিদ কার্যক্রম নিয়ে পুরোদমে এগিয়ে যাচ্চে। ফরম জমা দেওয়ার তারিখ যদিও আজকে শেষ হওয়ার কথা থাকলেও সেটি আরো কয়েক দিনের জন্য বাড়ানো হতে পারে বলে জানা যায়। এ পূর্তি উৎসবকে ঘিরে ঈদগাঁও বাজারের কবিরাজ মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিটি কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যার দিকে সরগরমে পরিনত হয়ে পড়ে প্রাক্তন শিক্ষার্থীদের। সেই ১৯৭১ থেকে এ পর্যন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হয়ে বেরিয়ে আসা প্রাক্তন ছাত্ররা স্ব স্ব ব্যাচের পক্ষ থেকে পূর্তি উৎসবের ফরম পূরন করে চলছে হরদম। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই পুরনো বন্ধুদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বেড়েই চলছে। এভাবে চলমান রয়েছে উৎসবের কর্মকান্ড। এদিকে ১৯ ফ্রেরুয়ারী সন্ধ্যার দিকে ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্তি উৎসব উদযাপন কমিটির কাছে পূরনকৃত ফরমসমুহ জমা দেন – ব্যাচ প্রতিনিধি ব্যবসায়ী গফুর আলম, মফিজুল ইসলাম ও সংবাদকর্মী এম আবুহেনা সাগর। এ সময় উৎসব উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন – চেয়ারম্যান নুর ছিদ্দিক, রাজনীতিবিদ ছানা উল্লাহ,শওকত আলম, শিক্ষক জসিম উদ্দিন, নুরুল ইসলাম,সরওয়ার কামাল ও যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকোসহ আরো অনেকে।