আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়া সমাজ কল্যাণ সংস্থা এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সার্বিক ব্যবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৯াট হতে বিকাল ৩টা পর্যন্ত সময়ে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিংগা চেয়ারম্যানপাড়ায়

চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন। এদিন প্রায় ৮ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। চকরিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্টপোষক ক্যাম্পের উদ্যোক্তা আনোয়ারুল আজিম চৌধুরী মিনুর সভাপতিত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, মেরিডিয়ান গ্রুপ ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এসএম কামাল পাশা। চকরিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাহাদাৎ হোসাইনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আনোয়ারুল এহেছান চৌধুরী বুলুমিয়া, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, সংস্থার উপদেষ্টা ইয়াছিন আরাফাত রিপন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সংস্থার সম্মানীত সদস্য মিজানুর রহমান, এডভোকেট রাকিব আহমেদ রমিজ, রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক মুন্না, কোষাধ্যক্ষ রিদুয়ানুল হক রিয়াদ, যুগ্ম সম্পাদক ইয়াছির ফরহাদ আফনান, স্বেচ্ছাসেবক ও কেমিষ্ট ইকবাল হোসেন ও আলেক হোসাইনসহ সংস্থার উপদেষ্টা ও নেতৃবৃন্দরা এবং এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি শাহাদাৎ হোসাইন জানিয়েছেন, চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৮শতাধিক চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও চোখে ছানিপড়াসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত ১৯ রোগিকে অপারেশন করার জন্য বাছাই করা হয়েছে। এসব রোগিকে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশন, ঔষধ সামগ্রী ও যাতায়াত খরচ দেওয়া হবে।