এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার গুনগতমান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, পিএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও ভালো ফলাফল অর্জনে করণীয় নির্ধারণ বিষয়ক অভিভাবক সমাবেশ গতকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যাপীঠের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এবং বিদ্যাপীঠ স্কুলের সভাপতি আলহাজ জাফর আলম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কমরেড নুরুল আবচার।

বিদ্যাপীঠের প্রাথমিক শাখার শিক্ষক এরফানু উল হক ও শিক্ষক রিদুয়ানুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ম্যানেজিং কমিটির মাধ্যমিক শাখার সদস্য মো. শফিকুল কাদের, প্রাথমিক শাখার সদস্য ক্রীড়া সংগঠক শওকত হোসেন, প্রাথমিক শাখার অভিভাবক সদস্য সাইফুল কাদের সোহেল, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি ও প্রাথমিক শাখার প্রধান মাস্টার অলসন বডুয়া। উপস্থিত ছিলেন শিক্ষক বদরুল ইসলাম বেদার, রিমন দাশ, শাহরিন নেওয়াজ জিগার, তানজিনুল ইসলাম, মো: শাহ আলম, মো.এহেছান।

সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক শাহ নেওয়াজ, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোছাইন রানা, জমির উদ্দিন, লুৎফা খানম প্রমুখ। সমাবেশে প্রাথমিক শাখার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, কোমলমতি শিক্ষার্থীরা ছোটকালে যা শিখতে শুরু করে তা ভবিষ্যতেও ধারণ করবে। সেইজন্য ছোট বয়সেই তাদের মাঝে গুনগতমানের এবং তথ্য প্রযুক্তিসমৃদ্ধ লেখাপড়া নিশ্চিত করতে হবে। কোমলমতি এসব শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেইজন্য লেখাপড়ায় যাতে কোন ধরণের ছন্দপতন না ঘটে সেইদিকে শিক্ষক ও অভিভাবক উভয়কে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাতের অগ্রগতিতে কাজ করছেন। কারণ সরকারের অভিস্ট লক্ষ্য আছে দেশকে নিরক্ষতার অভিশাপমুক্ত করা। সেই আলোকে সরকার বর্তমানে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরও বলেন, বিদ্যাপীঠ স্কুলের লেখাপড়ার সুনাম কক্সবাজার জেলাকে গৌরবান্বিত করেছে। সমগ্র চট্টগ্রাম বিভাগে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার সুনাম অবিরত আছে। তাই আগামীতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। সেইজন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিদ্যাপীঠের সুখে-দুঃখের অভিভাবকক ও চকরিয়া উপজেলার সচেতন সকল মহলকে সারথী হতে হবে।