এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়ায় উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত আড়াই হাজার গরীব নারী-পুরুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। গতকাল ১৬ ফেব্রæয়ারী চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ মেডিকেল ক্যাম্প। এতে রোগীদের মাঝে সেবার কাজে অংশ নেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির মেয়ে ডা.জন্নাতুল মাওয়া মীম এর নেতৃত্বে ৪০জন নারী-পুরুষ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতে বিনামূল্য স্বাস্থ্য সেবা কমসৃচী উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমদ, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামুদুল হক, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, মহিলা পাটির সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী ও তাদের স্বজন এবং চিকিৎসকদের সহযোগিরা উপস্থিত ছিলেন। #