আতিকুর রহমান মানিক :

দেশের ২য় গুরুত্বপূর্ণ রপ্তানীপন্য চিংড়ি সম্পদের সার্বিক উন্নয়নকল্পে কক্সবাজারে তিনদিনের পিসিআর প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মৎস্য গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ সেন্টার, উইনরক ইন্টারন্যাশনাল-ইউএসডিএ সেফটি প্রজেক্ট ও এসিআই লিঃ এর যৌথ উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী উক্ত কর্মশালা শুরু হয়। এসিআই এনিমেল হেলথ লিঃ স্হাপিত পিসিআর ল্যাবরেটরীতে “পিসিআর পদ্ধতিতে চিংড়ির রোগ নির্ণয়” শীর্ষক এ কর্মশালায় প্রশিক্ষন পরিচালনা করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের ল্যাব ম্যানেজার পার্থ প্রতিম দেবনাথ। বিভিন্ন চিংড়ি হ্যাচারী থেকে ১৫ জন প্রশিক্ষনার্থী এতে অংশ নেন। ভাইরাস ও রোগ-বালাইমুক্ত চিংড়ি পোনা উৎপাদনের লক্ষ্যে ১৩-১৪ফেব্রুয়ারী প্রথম ২ দিন চিংড়ি রোগের লক্ষনসমূহ, নমুনা ও তথ্য সংগ্রহ, পিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতি ও ফলাফল সহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষন দেয়া হয়। উইনরক ইন্টারন্যাশনাল-ইউএসডিএ সেফটি প্রজেক্ট এর শ্রীম্প হ্যাচারী এন্ড ম্যাচুরেশন স্পেশালিষ্ট অং ক্য ম্রা প্রশিক্ষনে বিশেষ ভূমিকা রাখেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ, এসিআই ন্যাশনাল লাইভষ্টক কনসালটেন্ট ডাঃ মোঃ নূরুল আমিন, এসিআই এগ্রোলিংক এর প্রধান কর্মকর্তা এম সাইদুল্লাহ ও এসিআই এনিমেল হেলথ এর ইনষ্টিউশন ম্যানেজার মোঃ হামিদুল হক, হ্যাচারী ম্যানেজার মিশন দত্ত, ওয়ার্ল্ড ফিশ এর রিসার্চ এ্যাসিস্ট্যান্ট ডালিয়া সুলতানার পরিচালনায় গতকাল শেষ দিনে ব্যাবহারিক প্রশিক্ষন ও তিনদিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এ্যাকুয়া ল্যাব সাইন্টিষ্ট প্রিয়াংকা রাণী দাশ এসময় উপস্হিত ছিলেন।