প্রেস বিজ্ঞপ্তি:

বৃহত্তর ঈদগাঁও হরিপুর সার্বজনীন শ্রীশ্রী নবগ্রহ মন্দিরের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহতি ধর্মসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ১৭ ফেব্রুয়ারী শনিবার ঈদগাঁও হরিপুর শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির ও নবগ্রহ বাড়ি প্রাঙ্গনে মহতি ধর্মসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মসভায় উদ্বোধক থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। প্রধান আলোচক থাকবেন জেলা ও দায়রা জজ আদালাতের এডভোকেট মৃনাল চক্রবর্তী। ধর্মসভার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন গ্রাম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইজভান্ডারী খ্যাত শিমুল শীল। শনিবার রাতে ঈদগাঁও হরিপুর শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির ও নবগ্রহ বাড়ি প্রাঙ্গনে হাজারো ভক্তদের উদ্দেশ্যে এই শিল্পী পরিবেশন করবেন ভক্তিমুলক, ভান্ডারী, আধুনিক, আঞ্চলিক, ফোকসহ বিভিন্ন ধরণের গান। ১৮ ফেব্রুয়ারী অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বিন্ডু আচার্য্য অজয় ও অর্থ সম্পাদক রাজীব আচার্য্য কর্ণ।