এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন বন্ধুদের আনন্দ ভ্রমন ও পিকনিক সম্পন্ন হলো। ১৬ ফ্রেরুয়ারী সকাল থেকে দিনব্যাপী ইনানী,হিমছড়ি ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্রনগরী ককসবাজারে বিভিন্ন স্থানে ভ্রমন করা হয়। বন্ধুমহলের সভাপতি গফুর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মফিজ উদ্দিনের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – ছাত্রনেতা আহমদ করিম সিকদার, প্রভাষক দিদারুল ইসলাম, এনএসআই আশিক মাহমুদ,শিক্ষক আবদুল খালেক,আবু মুছা আনসারী, সংবাদকর্মী এম আবুহেনা সাগর, জসিম উদ্দিন,ব্যাংক কমকর্তা মামুনর রশিদ,শহিদুল করিম ,রমিজ আহমদ,নুর মোহাম্মদ,প্রবাসী সেলিম উল্লাহ, মনজুর আলম, এমরানুল হক,সিরাজুল হক,আনিসুল হক,আইযুব,আমান উল্লাহ, ইসমাইল,কাইযুম,আকতার,সাদেক,ছৈয়দু্ল হক,সিরাজুল ইসলাম,রাশেদ। ভ্রমনের ফাঁকে ফাঁকে নাচ,গান,কৌতুক পরিবেশিত হয় এবং সমুদ্র সৈকতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। সবশেষে বন্ধুদের সেলফি ফটোসেশন আর ভোজনের মধ্যদিয়ে পিকনিক উৎসবের সমাপ্তি ঘটে।