বিশেষ সংবাদদাতা :

নাফ নদীতে দিনের বেলায় মাছ শিকারের দাবীতে মৎস্য ও পশু সম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে স¦াররলিপি প্রদান করেছে টেকনাফের জেলেরা। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের সী-গাল হোটেলের সম্মেলন কক্ষে এটি প্রদান করেন টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী ও জাতীয় মৎস্যজীবি সমিতি টেকনাফ উপজেলা সভাপতি আব্দুস সালাম। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত বছর ২৫ আগস্ট হতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে ৩১ আগস্ট হতে ৩১ অক্টোবর পর্যন্ত ২ মাস বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মাছ শিকার বন্ধ ঘোষনা করে সরকার। কিন্ত এ আদেশের সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আরো সাড়ে ৩ মাস অতিক্রান্ত হয়ে যায়। এরপরও মাছ শিকার করতে পারছেনা স্থানীয় জেলেরা। প্রায় ১২’শ জেলে পরিবারের কয়েক হাজার সদস্য নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। সরকার এ সময়ে বিকল্প জীবিকায়নের ব্যবস্থাসহ ভিজিএফ সহায়তার মাধ্যমে এসব দূভোর্গে থাকা জেলে পরিবার গুলোকে সহায়তায় এগিয়ে আসেনি। ফলে জেলে পল্লীতে চলছে হাহাকার। স্কুল ,মাদ্রাসা হতে মুখ ফিরিয়ে নিতে হতে তাদের ছেলে-মেয়েদের। অভাব অনটনে জর্জরিত জেলে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিনের বেলায় নির্দিষ্ট পয়েন্ট হতে মাছ শিকাওে যাতায়াতের ব্যবস্থা করারও দাবী জানানো হয় স্বারকলিপিতে।

এরআগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজারে ‘দেশের চিংড়ি শিল্প সেক্টরে টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কার্যক্রম’ বিষয়ক কর্মশালায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।