শিল্প-সাহিত্যের জগতে আহমদ ছফার লিখনি রীতিমত ছিলো ব্যতিক্রম। তাঁকে নিয়ে পত্রিকা, সাময়িকীসহ বিভিন্ন শিল্পকর্মে তাঁর চিন্তার বিশ্লেষণ চলে অবিরত। তবে এবার তাঁকে নিয়ে রচিত হলো সম্পুর্ণ ব্যতিক্রম একটি বই “আহমদ ছফার সংসার” যা পাঠকদের নিকট নতুনত্বের অনেক অধ্যায় তৈরি হবে। এ মহৎ কাজটি যিনি করেছেন তিনি কক্সবাজার জেলার রামু থানাধীন খুঁনিয়াপালং ইউনিয়ের মুক্তিযোদ্ধা মাষ্ঠার জাফর আলমের বড় ছেলে আহমদ ছফা সেন্টারের পরিচালক ও পালং একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। বুধবার ১৪-০২-২০১৮ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম জামালখানের বাতিঘরে বইটির পাঠ-উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. শিরিণ আখতার, ড.মাহফুজ পারভেজ ড. মহীবুল আজিজ, লেখক মোহাম্মদ আলম চৌধুরী, কবি হোসাইন কবির, আলি প্রয়াস প্রমুখ।