হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার গর্জনিয়াতে ডজন খানেক ডাকাতি ও অপহরন মামলার প্রধান আসামি আলোচিত ডাকাত সর্দার গিয়াস উদ্দিন( ৩৫) কে এলেকার জনগন গন ধোলাই দিয়ে পুলিশ কে সোপর্দ করেছে। ১৪ ফেব্রুয়ারী দুপুক ১ টায় গর্জনিয়া ইউনিয়ানের বড়বিলের সাবেক চেয়ারম্যান গোলাম মোওলা চৌধুরীর খামার বাড়ি থেকে তাকে এলেকাবাসী আটক করে গর্জনিয়া পুলিশ ফাড়িঁ কে সোপর্দ করে।
ওই ডাকাত গিয়াস বড়বিল এলেকার নুরুল আমিনের ছেলে বলে জানান গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই মোস্তাফা সবুজ। পুলিশ জানিয়ছে তার বিরুদ্ধে ডাকাতি অপহরন সহ ডজন খানেক মামলা রয়েছে।
ওই এলেকার মেম্বার নুরুল ইসলাম জানান, ওই গিয়াস আন্ত জেলা ডাকাত ও অপহরনের মুল গড ফাদার। তাছাড়া সে ডাকাতি ছিনতাই অপহরন সহ করেন না যে এমন কোন কাজ বাকি নেই বলে জানান ওই মেম্বার।
এএসআই জুয়েল জানান, মামলা তদন্তের সার্থে এখনো কিছু বলা যাবে না। রামু থানায় আসামী নেওয়ার পর এই ব্যাপারে বিস্তারিত বলবেন বলে জানান তিনি।
ব্যাপারে রামু থানা পুলিশের ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখনোও ওই বিষয়ে জানী না। তিনি এই ব্যাপারে খোজ খবর নিয়ে ব্যাবস্তা নিবেন বলে জানান।