বিশেষ সংবাদদাতা , রামু

নাইক্ষ্যংছড়ি কেচুবনিয়ার এক অসহায় পরিবারকে নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১২ ফেব্রুয়ারী সোমবার সকাল প্রায় ১০টার দিকে কেচুবনিয়া কম্বনিয়া ৭নং ওয়ার্ডের মোহাম্মদ হোছনের স্ত্রী ধলুবিবি (৩৫) ও মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ হোছনের বসতভিটায় জোরপূর্বক একদল সন্ত্রাসী প্রবেশ করে বিভিন্ন ফলজ, বনজ এবং গাছ-গাছালি কেটে ফেলে। বাড়ির মালিক তাহাদের বাঁধা প্রদান করলে তাদের উপর সন্ত্রাসীরা উপর্যুপরী ধারালো অস্ত্র-সস্ত্র দিয়ে আঘাত করে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। সন্ত্রাসীরা ধলুবিবিকে নির্যাতন ও শ্লীতাহানি করে বলে তিনি অভিযোগে জানান। একই এলাকার সন্ত্রাসী মৃত সুলতান আহমদের ছেলে আমির হোছন, মোস্তাক আহমদ প্র: বেনা মোস্তাক এর ছেলে আবুল মনসুর প্র: লালু (২৬), আমির হোছনের ছেলে ছালামত উল্লাহসহ একদল সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ ধলুবিবিদের উপর মানসিক ও শারিরীক বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসীরা ধলুবিবির বাড়িতে ঢুকে বিভিন্ন মূল্যবান স্বর্ণালংকারসহ, টাকা এবং আসবাবপত্র সামগ্রী লুট করে নিয়ে যায়। এব্যাপারে স্থানীয় জনগণ সন্ত্রাসীদের কার্যকলাপে বাঁধা প্রয়োগ করলে তাদেরকেও হুমকি-ধমকি প্রদর্শন করে। স্থানীয়রা আহত ধলুবিবি ও মোহাম্মদ হোছনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করেন। পরে হাসাপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থার অবনতি হলে ১৩ ফেব্রুয়ারী নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হতে উন্নত চিকিৎসার জন্য রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।