প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় সাজার প্রতিবাদ ও নি:শর্তে মুক্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, ‘যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত জনগণের শান্তিপূর্ণ আন্দোলন থামানো যাবে না। দেশনেত্রীকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এটা দেশের মানুষ গ্রহণ করেনি। যত ষড়যন্ত্রই হোক আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন খালেদা জিয়াকে নিয়েই হবে। তাকে ছাড়া কেউ নির্বাচনের চিন্তা করলে সেটা হবে দু:স্বপ্ন। তাই কোনো কালকেপন না অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’
কক্সবাজার জেলায় আটক নেতাকর্মীদের নি:শর্তে মুক্তির দাবি জানিয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘হামলা-মামলা ও ধরপাকড় চালিয়ে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করা যাবে না। নেতাকর্মীদের দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহামদ ও আতাউল্লাহ বোখারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আকতার বকুল, সাধারণ সম্পাদক হুমায়রা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মো. ইউনুছ, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, শহর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, শহর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহামদ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী আবদুর রহীম, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুল আলম, পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক, কক্সবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদু সিকদার। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের জেলা, শহরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।