সংবাদদাতা:
টেকনাফ মিঠা পানির ছড়ায় দিনদুপুরে ডাকাতিতে পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বাহারছড়া নোয়াখালীপাড়ার বিকাশের এজেন্ট ব্যবসায়ী আবদুর রহমান ও তার ছোট বোন বর্ডার গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থী মর্জিনা খানম। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আবদুর রহমানের অবস্থা সংকটাপন্ন। কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। ঘটনায় জতিড় কেউ আটক হয়নি।

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাত দল পালিয়ে যায়। যাওয়ার সময় আহত আবদু রহমানের ব্যবহৃত লাল পালসার মোটর সাইকেল রেজিনং-কক্সবাজার ল-১১-৩৯৪০, দুইটি হুন্ডা নিয়ে গেছে।

আহত আবদু রহমান জানায়, টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মোহাম্মদ কাসেম প্রকাশ ডবল কাসেমের নেতৃত্বে অজ্ঞাত আরো ৫ জন লোক তাদের গতিরোধ করে। প্রথমে আবদুর রহমানের মোবাইল স্যামস্যাং গ্ল্যাস্কী নোট ৪ ছিনিয়ে নেয়। এ সময় তার পকেটে থাকা ৫ লক্ষ টাকাসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে যায়।

এ প্রসঙ্গে টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।