বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালাদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকমামলায় সাজা প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য সাথী উদয় কুসুমবড়ুয়া ও উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’রবিক্ষোভ মিছিল নগরীর কাজীর দেউরী মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নাসিমন ভবন চতরে এসেশেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর, রাঙ্গুনীয়াউপজেলা বিএনপি’র আহ্বায়ক শওকত আলী নূর, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দিন মাহমুদ, ফিরোজআহমেদ, আজমত আলী বাহাদুর, নিজামুল হক চৌধুরী (তপন), জাফর আহমদ চৌধুরী, মহিউদ্দিন মাসুদ, কামাল মেম্বার, নিজামউদ্দিন, হাবিবুর রহমান, দিদার তালুকদার, আবু বকর সোহেল, জাফর মেম্বার, মো. ইসলাম, জহির উদ্দিন বাবলু, উত্তর জেলাযুবদলের ইউসুফ চৌধুরী, কামাল উদ্দিন, হাজী ইলিয়াছ, দিদার মেম্বার, এম. শাহজান, নিজাম উদ্দিন, শাহীন ফারুক, মনিরুলইসলাম, নিজাম উদ্দিন, মো. সেলিম উদ্দিন, জানে আলম, রাসেল, নাছির, মাসুদ, কামাল, স্বেচ্ছাসেবক দলের এস.এম ইউসুফ, আকরাম, নাসির, ছাত্রদলের সাইফুদ্দিন, মহিউদ্দিন জীবন, শাহাদাত মির্জা, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, আরিফ, নুর ইসলাম, ইলিয়াছ, বিপুল খান, আজগর, সবুর, ফরিদ, আলাউদ্দিন, বাপ্পা, মুহিম, সাবের, মনির, আলমগীর, টিপু জাবের, জাসু, মামুন, সাবের, সাইফুল, শাখাওয়াত প্রমুখ।

মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে সাথী উদয় কুসুম বডুয়া বলেন, আজ সারাদেশ একটি কারাগারে পরিনত হয়েছে। যেখানে সাধারনজনগন তাদের অধিকার চর্চা করতে পারছেনা, স্বাধীনতা বলতে কিছু পাচ্ছে না সেখানে একটি নির্দিষ্ট রুমে বেগম জিয়াকে বন্ধীকরা মানে জাতির সাথে তামাশা করা। দেশের সাধারন জনগনের হাসিনা কোর্টের এ অবৈধ রায় প্রত্যাখ্যান করেছে। অচিরেইতীব্র আন্দোলনের মাধ্যমে সকল  ষডযন্ত্রের জাল ছিন্নভিন্ন করে  দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিএনপি’র চেয়ারপার্সনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট রায় বাংলাদেশের জনগণ মানে না।এদেশের জনগণ এই রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। জ্বালাও পোড়াও রাজনীতিতেবিএনপি বিশ্বাসী নয়।

তিনি আরো বলেন, দাদা বাবুদের রুঠিন বাস্তবায়নে ব্যস্ত হাসিনা সরকার মানবিক শব্দটা ভূলে গেছে। বৃদ্ধ ও অসুস্থ একজননারীর সাথে আচরন কি রকম হয় সেটাও তাদের জানা নেই। কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণ রাজপথেকর্মসূচী পালন করছে। ভদ্র ভাষা তাদের উপলব্দি করতে যদি কষ্ট হয় যতই মামলা হামলা কিংবা গ্রেফতার করা হউক দূর্বারআন্দোলনের মাধ্যমে আমার নেত্রী আমার মাকে ক্যাঙ্গারো কারাগার থেকে মুক্ত  করে আনবো ইনশাল্লাহ।