এম এনাম হোসেন :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮ তারিখের রায়কে কেন্দ্র করে উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি হাসান চৌধুরীর সভাপতিত্বে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। রাউজান বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক সরোয়ার আলমগীর, মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, ফারুক-ই আজম, আজমত আলী বাহাদুর, নিজামুল হক চৌধুরী তপন, এড. কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম খোকন, মো: ইউসুফ, মীর কাশেম, শফিউজ্জামান, কামাল মেম্বার, হাজী ইলিয়াছ চৌধুরী, মো: হাবিবুর রহমান, সাদেক তালুকদার, নিজাম উদ্দিন, মাস্টার দিদার, মহিউদ্দিন মাসুদ, আবু বকর সোহেল, নাজিম উদ্দিন মিয়াজী, যুবদল নেতা ইউসুফ চৌধুরী, ইলিয়াছ আলী, মো: কামাল, দিদারুল আলম মেম্বার, নওশাদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের এ এস এম ইউসুফ, ইউসুফ তালুকদার, আকরাম মিয়া, যুবদল নেতা এম শাহ্জান শাহিল, জানে আলম, নজরুল ইসলাম, হাসান তালুকদার, মুন্না, জানে আলম, মহিলা দল নেত্রী নূরী মাহফুজা, তাজনিমা, ছাত্রনেতা আকরামুল আজিম, ফোরকান, কাজী রাশেদ, মহিউদ্দিন জীবন, জহির উদ্দিন বাবলু, আলাউদ্দিন মাসটার, আবু তালেব শিবলু, শওকত আলী, রায়হান উদ্দিন, সবুর, ফরিদ, জাহেদ, আরিফ, কাজী আশরাফুল হক জুয়েল, বাপ্পা, কিবরিয়া, বিপুল খান, ইলিয়াছ, শাহজাহান, সাখাওয়াত হোসেন, আজগর আলী, আবছার উদ্দিন, রহিম প্রমুখ।

সভায় প্রধান আলোচক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমার নেত্রী আমার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৮ তারিখে যদি ষড়যন্ত্রমূলক মামলায় কিছু করা হয় তাহলে উত্তর চট্টগ্রামের সকল উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। তিনি সর্বস্তরের নেতাকর্মীকে আগামী ৮ তারিখ স্ব-স্ব অবস্থানে রাজপথে থেকে এই ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের লেলিয়া দেওয়া পুলিশ বাহিনী প্রত্যেক উপজেলায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে নির্যাতন চালাচ্ছে এবং বিনা ওয়ারেন্টে হয়রানিমূলক গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে হাটহাজারীতে বিএনপি’র নেতা আবুল হাশেম চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম বাবু সহ চারজন, ফটিকছড়িতে ভুজপুরের সভাপতি বাচ্চু সহ তিনজন রাঙ্গুনীয়াতে একজন, সন্দ্বীপে একজন, রাউজানে তিনজন নেতাকে গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তির দাবি জানাচ্ছি।