ডেস্ক নিউজ:

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খালেদা জিয়ান্যায়বিচার হলে আদালতে বেকসুর খালাস পাবেন বলে প্রত্যয় জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘ন্যায়বিচার হবে, ন্যায়বিচার হলে ইনশাল্লাহ আমি বেকসুর খালাস পাবো। তবে রায় অন্যরকম হলে ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।’
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ওই মামলার অন্যতম আসামি তিনি।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘আমি যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটবো না।’
সরকার আদালতকে ব্যবহারের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন থেকে দূরে রাখা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। কিন্তু তাতেই একদলীয় শাসন ও খালি মাঠে গোল দেওয়ার খায়েশ পূর্ণ হবে বলে আমি মনে করি না।’
এর আগে, বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।