সিবিএন ডেস্ক:
বুধবারের সংবাদ সম্মেলনের এক মুহূর্তে খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। বরং ব্যাংকে জমা রাখায় সেই টাকা বেড়ে এখন তিন গুণ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমনটিই দাবি করেছেন।

গুলশানে নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিয়া অরফানেজের একটি টাকাও তছরুপ হয়নি। সব টাকা প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা আছে। এখন সুদ-আসলে সেই টাকা বেড়ে তিন গুণ হয়েছে।’

ট্রাস্টের নামে কুয়েত থেকে ওই অর্থ সংগ্রহ ও বিলি বণ্টনের কোনও কাজেই জড়িত ছিলেন না জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমানের সঙ্গে কুয়েতের তৎকালীন আমিরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তার নামকে স্মরণীয় করে রাখার জন্য কুয়েতের আমির অনুদান প্রদান করেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) মুস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসা সেই অর্থের বিলি-বণ্টন, তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনোই কোনোভাবেই সংশ্লিষ্ট ছিলাম না। তাছাড়া, এই অর্থ সরকারি নয়, ট্রাস্টটিও প্রাইভেট ট্রাস্ট।’

ভুয়া কাগজপত্র তৈরি করে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তারপরও দেশবাসীর উদ্দেশে সগৌরবে জানাতে চাই, আপনাদের খালেদা জিয়া কোনও অন্যায় করেনি, কোনও দুর্নীতি আমি করিনি।’