ফরিদুল অালম দেওয়ান, মহেশখালী:
ইসলামি অান্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে অামীর,চরমোনাইর পীর  অালহাজ্ব মুফতি অাল্লামা ছৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে অারো ধনী অার গরীবদের অারো গরীব বানিয়ে  দিচ্ছে। একমাত্র ইসলামি শরিয়া ভিত্তিক অর্থনীতিই ধনী গরীবের ক্যবধান কমিয়ে সমতা অার্থিক স্বচ্চলতা ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এখন বাংলাদেশের উন্নয়ন কাজের ৭০% টাকা চুরি হয়। আমরা ক্ষমতায় গেলে ৭০ % বেশী উন্নতি হবে। এদেশে যুগে যুগে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। তাই অাসুন এদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠায় ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে ইসলামী অান্দোলনকে শক্তিশালী করি। তিনি গত ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে হোয়ানক টাইম বাজার মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ এর সহকারি পরিচালক ড. জসিম উদ্দিন নদভীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি হোয়ানক শাখার অায়োজনে ইসলামি অান্দোলন বাংলাদেশের মনোনীত অাগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ড.জসিম উদ্দিন নদভী সম্মান সূচক ডিগ্রি পিএইচডি অর্জন করায় তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের অায়োজন করা হয়। উভয়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি অান্দোলন বাংলাদেশ ককস বাজার জেলার সভাপতি মাও: মোহাম্মদ অালী,  সদর আলহাজ্ব বদিউল অালম সওদাগর, সেক্রেটারি মাও: শোয়াই,ইসলামি যুব অান্দোলন ককস বাজার জেলা সভাপতি হোসাইন মোহাম্মদ মোস্তাফিজ,ইসলামী শ্রমিক অান্দোলন ককস বাজার জেলা শাখার সভাপতি হাবিব কন্ট্রাক্টর প্রমুখ। পরে বিশাল ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন,বাংলাদেশ কোরঅান শিক্ষা বোর্ডে প্রশিক্ষক মাও: অাব্দুর রাজ্জাক, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রামের ইমাম ও অডিটর মাও: রাশেদুল ইসলাম রহমতপুরী।