মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আউলিয়াবাদ গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় প্রভাবশালী ছৈয়দ আলম প্রকাশ ছৈয়দ। মানুষের যাতায়াতের পথ বন্ধ থাকায় এলাকার লোকজন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে ঐ এলাকায় আসতে বলেন। ৬ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে ২টা পর্যন্ত পুরো ৩ ঘন্টা উপস্থিত থেকে স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে বন্ধকৃত চলাচলের রাস্তা খুলে দেন এবং দখলকৃত জায়গাটি দেয়াল ভেঙ্গে উন্মুক্ত করে দেন। বিগত চেয়ারম্যান যে কাজটা করেনি, বর্তমান চেয়ারম্যান নুর ছিদ্দিক সে কাজটি সাহসিকতার সাথে করেছেন। স্থানীয় সচেতন মহলের দাবী, চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। তবে আরো একাংশ এখনো ছৈয়দ আহমদের ভিটায় চলাচলের জায়গা রয়েছে। তাও উন্মুক্ত করতে তার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে স্থানীয় জনগণ ইউপি মেম্বারকে চলাচলের জায়গাটি উন্মুক্ত করার কথা বললেও তা কর্ণপাত করেননি ইউপি সদস্য আবদু শুক্কুর। বর্তমানে উক্ত রাস্তাটি মেরামতের কাজেও বাধা হয়ে দাড়িয়েছে ঐ প্রভাবশালী ছৈয়দ আহমদ। তার বাড়ীর সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেললেও পুরো রাস্তাটি উন্মুক্ত হয়নি। অপর অংশও ভেঙ্গে ফেললে ছোটছাট যানবাহন অতীতের ন্যায় চলাচল করতে পারবে। তাই এলাকাবাসী আবারো চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন পুরো রাস্তাটি উন্মুক্ত করতে।