বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে পলিথিন বিরোধী অভিযানে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা।  মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে খরুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছরাপাড়ার মনি আলম ও উত্তর পাতলি এলাকার মনজুর আলম দীর্ঘদিন ধরে অবৈধভাবে গুদামজাত করে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করে আসছিল। এসব পলিথিন ভ্যানগাড়িতে করে খরুলিয়া বাজারে বিক্রি করছিল খরুলিয়া বাজারপাড়ার মৃত গোলাম রহমানের পুত্র এরশাদ ও মৃত আলি মিয়ার পুত্র আবদুল খালেক। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সাইফুল আশ্রাব ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনকে নিয়ে গতকাল বিকালে সেখানে অভিযান চালান। অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ এরশাদকে হাতেনাতে আটক করা হয়। কিন্তু হঠাৎ করেই উত্তেজিত হয়ে এরশাদের প্রতিবেশি আয়াতুল্লাহ, আরিফুল্লাহ, মনি আলম, মনজুর আলম, আবদুল খালেক, আনোয়ারসহ ১০/১৫ জনের একদল উশৃংখল ব্যক্তি সরকারি কাজে বাধা দিয়ে অভিযানে আটক এরশাদকে ছিনিয়ে নেয়। এসময় বাজারে শত শত লোকজন জড়ো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং আবদুল খালেক নামের একজনকে আটক করে।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সাইফুল আশ্রাব বলেন, ‘তিনটি বস্তায় একশত কেজিরও বেশি নিষিদ্ধ পলিথিনসহ এরশাদ নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছিল। কিন্তু মুহুর্তের মধ্যেই হঠাৎ কিছু বুঝে উঠার আগেই উশৃংখল বেশ কিছু লোক জড়ো হয়ে এরশাদকে ছিনিয়ে নেয়। আবদুল খালেক নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে কাল (আজ) সরকারি কাজে বাধা ও আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হবে।’
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবে।’