মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

গ্রাম অঞ্চল থেকে ৯৯৯-এ ফোন করে তথ্য দেয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী। রোববার দুপুরে সাতকানিয়া উপজেলার পুরানগড় বৈতরনী উত্তর পাড়া এলাকায় আয়োজন চলছিল এ বাল্য বিয়ের। প্যান্ডেল করে কনের বাড়িতে রান্নার কাজ চলছিল। বর আসার অপেক্ষায়  কনের বাড়ির লোকজন। এমন সময় দু’জনের বাড়িতেই হাজির পুলিশ। স্থানীয় চেয়ারম্যান আ.ফ.ম মাহবুব সহ পুলিশ দুই পরিবারের লোকজনকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেন। এতে দু’পরিবার রাজি হলেন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদের বিয়ে না দেয়ার জন্য।

জানা যায়, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ওসি মো. রফিকুল হোসেনে নেতৃত্বে পুলিশের একটি ফোর্স হাজির হল বরের বাড়িতে। পুরানগড়ের বৈতরনীর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াছিন (১৭) এর সাথে একই এলাকার মোহাম্মদ নুরের মেয়ে মনোয়ারা বেগমের সাথে বিয়ে ঠিক হয়েছিল। রোববার ‘৯৯৯’ এ ফোন কল পেয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এতে বল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, আজ সকালে সংবাদদাতা তার পরিচয় গোপন রেখে সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ এ ফোন করে বাল্য বিয়ের খবরটি দেন। সেখান থেকে আমাকে জানানো হলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বাল্য বিয়েটি বন্ধ করা হয়। এতে কিশোরী বাল্য বিয়ে থেকে রক্ষা পায়।