হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি :
রামুর উপজেলার গর্জনিয়া ইউনিয়ানের কিয়াজির বিল এলাকায় বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়েছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ আতংকিত হয়ে ঘর বাড়ি ছেড়ে দিকবিদিক পালাতে শুরু করেছে। আজ ৫ ফেব্রুয়ারী সকাল থেকে ওই বন্য হাতির দল লোকালয়ে আসলে এই ঘটনার সুত্রপাত হয়।

এলাকার সচেতন লোকজন জানান, ওই এলাকায় বন্য হাতি ঢুকে পড়লে মানুষের বিরক্তিকর আচরণের কারনে ফিরতে পারছে না হাতির দল। চারপাশে লোকজন ঘিরে রেখে ইট পাটকেল নিক্ষেপ করার কারনে ৫টি বড় হাতি দুইটি বাচ্চা সহ মোট সাতটি হাতি একযোগে পাহাড়ের দিকে রওনা হওয়ার পরেও বারবার পিছন থেকে কিছু লোকের উশৃংখল কর্ম কান্ডের কারনে রেগে পুনরায় পিছনে ফিরে আসতে বাধ্য হচ্ছে।

গর্জনিয়া পুলিশ ফাড়িঁ আইসি কাজি আরিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, লোকালয়ে হাতি আসার খবর পেয়ে তিনি এএসআই মোস্তাফা সহ এক দল পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছেন।