আবদুল মজিদ, চকরিয়া:
আবদুল হাই পীর ছাহেবের কবরে কোন ধরণের মাজার স্থাপন করা হবেনা বলে জানান মরহুম পীর ছাহেব কেবলার বড়শাহাজাদা আলহাজ্ব মাওলানা আনোয়ার হুছাইন।

তিনি বলেছেন, আব্বাজান পীর ছাহেব খুটাখালী আজীবন শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেগেছেন। আল্লাহ ও রাসুল (সা:) প্রদর্শিত পথে মানুষদেরকে সারাজীবন ইসলামের পথে, হেদায়তের পথে দাওয়াত দিয়ে দ্বীনের প্রচার করেছেন। দুনিয়াবী কোন লোভ-লালসা ছিলনা তাহার মনে। কিন্তু তাহার ইন্তেকালের পর কবরকে মাজার বানিয়ে কোটি কোটি টাকা আয় করবো এধরণের মন মানষিকতা তাহার পরিবারে নাই। তাই তাহার রেখে যাওয়া দারুল হুফ্ফাজসহ তাহার প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন প্রান্থের সকল প্রতিষ্ঠান অক্ষুন্ন রাখতে কাজ চালিয়ে যাবো। এজন্য তাহার সকল ভক্ত-মুরিদানদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

৩ ফেব্রুয়ারী পীরে কামেল মরহুম হাফেজ আবদুল হাই স্মরণে চকরিয়া উপজেলার খুটাখালী দারুল হুফ্ফাজ প্রাক্তন ছাত্র সংসদের দোয়া অনুষ্ঠানে শাহজাদা আনোয়ার হুছাইন এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

প্রাক্তন ছাত্র আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে, প্রাক্তন ছাত্র হাফেজ মো: আবু তাহের ও হাফেজ মো: জমির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন

অনুষ্ঠানে প্রধান আলাচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক।

বিষেশ অতিথির আলোচনা রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবদুর রহমান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক আ.ন.ম সিরাজুল ইসলাম, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, মো: আরিফুল কবির (ব্যাংকার), চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, বান্দরবান সরকারী হাইস্কুলের মাওলানা এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা বাহাদুর হক, সাবেক এমইউপি আলহাজ্ব জয়নাল আবদীণ, মাহমুদুল হক, হাফেজ মৌলানা আবদুস সালাম, প্রভাষক মাওলানা আবুল ফজল, ডুলাহাজারা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দিন, বজলুর রহিম শাহেদ, এডভোকেট আবদুল্লাহ আল গালিব, ঈদগাও আলমাছিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মৌলানা আবু বক্কর।

বক্তব্য রাখেন- হাফেজ মো: মুনির, হাফেজ মৌলানা ফজল কাদের, হাফেজ নুরুল আলম (রঙ্গিপাড়া সাতকানিয়া), হাফেজ নুরুল আবছার, নজরুল এহেছান নুরখান, হাফেজ নাজিম উদ্দিন (কাজীরঢেউরি), হাফেজ নুরুল আলম, হাফেজ মৌলানা রফিক বিন ছিদ্দিক, হাফেজ মো: আবু তাহের (কাকারা), নুরুল হক এমইউপি), হাফেজ আবদুল জাব্বার, প্রাক্তন ছাত্র হাফেজ মো: জুবাইর, হাফেজ ছৈয়দুর রহমান (খুটাখালী), হাফেজ মোক্তার আহমদ (বরইতলী), হাফেজ নুরুল হক (চকরিয়া), হাফেজ আহমদ হোছাইন (খুটাখালী), হাফেজ মো: ইউসুফ (কুতুবদিয়া), হাফেজ মো: আরমান (ফাসিয়াখালী) সহ প্রাক্তন ছাত্রবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ, হুজুরের ভক্ত-মুরিদান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতিক্রমে খুটাখালী দারুল হুফ্ফাজ প্রাক্তন ছাত্র সংসদ এর কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রাক্তন ছাত্র হাফেজ মো: আবু তাহেরকে সভাপতি ও হাফেজ মো: জমির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।