হারুনর রশিদ,মহেশখালী :

মহেশখালীর পাহাড়ের অরণ্যের ভেতরে তৈরী হচ্ছে ফিশিং বোট, উজাড় হচ্ছে সরকারী বনের গর্জন গাছ। মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিট অফিসের ২শ গজের মধ্যে তৈরী হচ্ছে বিশাল ফিশিং বোট। উজাড় হচ্ছে সরকারী বাগানের মাদার গর্জন গাছ। গতকাল ২ ফেব্রুয়ারি শাপলাপুরস্থ দিনেশপুর বনবিট অফিসের ২শ গজ উত্তর-পশ্চিমে স্থানীয় বনখেকো ফজর আলমের বাড়ীর সামনে এ বোটটি নির্মিত হচ্ছে। স্থানীয় লোকজন পাহাড়ের উপর ফিশিং বোট তৈরী হচ্ছে জেনে আর্তংকের মধ্যে রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পাহাড়ী এলাকার বনখেকো ফজর আলম ফিশিং বোটটি বন বিভাগের লোকজনের সাথে যোগ সাজসে গর্জন গাছ কেটে তৈরী করছে এ বোটটি।

পাহাড়ে কিভাবে ফিশিং বোট তৈরি হচ্ছে; এবিষয়ে দিনেশপুর বিট অফিসার আব্দুল জব্বারের এর সাথে যোগাযোগ করা হলে-তিনি জানান , যার বোটের দরকার সে বোট তৈরী করবে। এতে আমাদের বলার কিছুই নেই। বোট তৈরী করতে গর্জন গাছ কোথায় থেকে আনা হচ্ছে, এমন প্রশ্ন করা হলে বিট অফিসার জব্বার বলেন আমাদের জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফিশিং বোটটির মালিক ফজর আলম এর সাথে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও মোবাইল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ পাঠোয়ারী’র সাথে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি নতুন যোগদান করেছি- পাহাড়ী এলাকায় ফিশিং বোট তৈরীর বিষয়টি খবর নিয়ে আইনী ব্যবস্থা নেব।