এফ এম সুমন পেকুয়া:

একজন ছাত্র বা ছাত্রী তখনই সফল হয় যখন তার দ্বারা সমাজ ও দেশের কল্যাণ সাধিত হয়। ছাত্রছাত্রীদের নিজেকে জানার জন্য নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য লেখাপড়ার কোন বিকল্প নেই। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজের মধ্যে ঘুমন্ত মানুষটিকে অনুভব করতে হবে। নিজেদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি ও লক্ষ্য থাকতে হবে তাহলে জীবনে সফল অবশ্যই হবে। পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউটে কোড়েক তরুণ আলো কতৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবউল করিম উপরোক্ত কথাগুলো বলেছেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নুরুল ইসলাম বিএসসি, বহাদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মনির আহমদ, মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার, তরুণ আলোর জেলা প্রকল্প সমন্বয়কারী হেলাল আজাদ। পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওনুল করিম, সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী। অনুষ্টান সঞ্চলনা করেন কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক কবি জামাল সাকি, অভিভাবক প্রতিনিধিদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক এফ এম সুমন, উক্ত অনুষ্টানে কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্ররা উপস্থিত ছিলেন। অলোচনা সভা শেষে বিএমআই সাংস্কৃতিক দলের পরিবেশনায় মুগ্ধ হন আগত সবাই।