প্রেস বিজ্ঞপ্তি:

খালেদা জিয়ার রায়কে ঘিরে কক্সবাজারে বিএনপির কোন ধরণের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, আগামি ৮ ফেব্রুয়ারী বিএনপি নেত্রী খালেদা জিয়ার মামলার রায়। এটাকে ঘিরে বিএনপি যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সংগঠনকে গতিশীল করতে হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের কাছাকাছি গিয়ে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে রাজনীতি করতে তিনি সবাইকে নিদের্শনা দেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জল কর। এতে আরও বক্তব্য রাখেন হাজী এনামুল হক, আসিফুল মওলা, ডা. পরিমল দাশ, সাইফুল ইসলাম চৌধুরী, আতিক উল্লাহ কোম্পানী, নাজমুল হোসেন নাজিম, সেলিম নেওয়াজ, সেলিম উল্লাহ, রফিক মাহমুদ, সালাউদ্দিন সেতু, কাজী মোর্শেদ আহমেদ বাবু, হাসান মেহেদি রহমান, মিজানুর রহমান, সাইফুদ্দিন, শাহেদ আলী শাহেদ, সত্যপ্রিয় চৌধুরী দোলন, এবি ছিদ্দিক খোকন, ইমরুল কায়েস চৌধুরী, শাহেনা আক্তার পাখি, গিয়াস উদ্দিন, আবুল কালাম, খুইল্যা মিয়া, সাহাব উদ্দিন, জিয়া উল্লাহ চৌধুরী, রিদুয়ান আলী, শুভদত্ত বড়–য়া।

এছাড়া আরও বক্তব্য রাখেন ওয়াহিদ মুরাদ সুমন, নুরুল আলম পেঠান, কাশেম আলী, আলী আকবর ডিসেন্ট, শেফায়েত আলম বাবু, রফিকুল ইসলাম, মিন্টু দাশ, আসাদুল হক সানি, আব্দুল্লাহ আল মামুস আজাদ, জানে আলম পুতু, তাজ উদ্দিন, হাবিবুল্লাহ, জাফর আলম, দুলাল দাশ, মেজবাহ উদ্দিন কবির, জহিরুল কাদের ভুট্টু, নুর মোহাম্মদ, মো. ইউনুছ, নুরুল আলম দানু, জাফর আলম, আহমদ উল্লাহ, দেলোয়ার হোসেন জান্নু, ওসমান গণি টুলু, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম রুবেল, আব্দুল মজিদ সুমন, জাফর আলম, মো. ইলিয়াছ, সরওয়ার আলম প্রমুখ।