এম বশির উল্লাহ ,মহেশখালী :

বন্দর নগরী মহেশখালীতে টিকে থাকতে হলে নিজেকে সুদক্ষ নাগরিক হিসাবে তৈরী করতে হবে, সুশিক্ষিত হয়ে সমাজে আলোকিত মানুষ হয়ে বাঁচতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে বহুমূখি প্রকল্প হাতে নিয়েছে।
ফলে তৃনমুলে শিক্ষার হার দিন দিন বেড়ে যাচ্ছে। গোরকঘাটা উচ্চ বিদ্যালয়টি অল্প সময়ে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বেশ সুনাম কুড়িয়েছে। আমি প্রতিষ্টানের সফলতা কামনা করছি। মেয়র মকছুদ মিয়া গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও ১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রদীপ কুমার দাশ, সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির ফয়সাল জহির, স্কুল কমিটির সদস্য মাহামুদুল করিম, আব্দুর রহিম বাদশা, পৌর কাউন্সিলর সনজিত চক্রবর্তি ।