৫ বছর পর শাহপরীরদ্বীপ ভাঙ্গা বাঁধে জোড়া লেগেছে

প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০১৮ ১১:০১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শাহপরীরদ্বীপ ভাঙ্গা বাঁধ জোড়া লাগা অংশ পরিদর্শন করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
দীর্ঘ ৫ বছর পর অবশেষে রবিবার ২৮ জানুয়ারী শাহপরীরদ্বীপ ভাঙ্গা বাঁধে জোড়া লেগেছে বলে জানা গেছে।

শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ উপজেলা পরিষদের সিএ ছৈয়দ হোছাইন মামুন জানান, সাবরাং ইউনিয়ন তথা শাহপরীরদ্বীপ বাসীদের দীর্ঘ বছরের দুঃখ-দুর্দশার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার ২৮ জানুয়ারী শাহপরীরদ্বীপ ভাঙ্গা বাঁধ (পশ্চিমপাড়া অংশ) জোড়া লেগেছে। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে দ্রুত গতিতে কাজ চলছে।

রবিবার ২৮ জানুয়ারী সকাল ১১টায় শাহপরীরদ্বীপ ভাঙ্গা বাঁধ জোড়া লাগা অংশ পরিদর্শন করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ। এসময় আনন্দে উদ্বেলিত শাহপরীরদ্বীপের হাজার হাজার সর্বস্তরের জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।