জাহাঙ্গীর আলম,টেকনাফ :

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ১৮সালের স্টুডেন্টন কেবিনেট নির্বাচন সম্পন্ন।২৭ জানুয়ারী সকাল ০৯টায় বিদ্যালয়ের ক্লাস রুমে ভোট গ্রহন শুরু হয়। এতে শিক্ষার্থীরা নিজ পছন্দের প্রার্থীদের ভোট দেন।মোঠ ভোটার সংখ্যা,৯১৩ জন,অংশগ্রহনকারী ছিলেন ৭৩২জন ভোটার।

স্টুডেন্টন কেবিনেট নির্বাচনের কমিশন সূত্রে জানা যায়,সকাল ০৯টায় ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা বিদ্যালয় এসে নিজেদের পছন্দর প্রার্থীদের বেলেটের মাধ্যমে সম্পুন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।কেবিনেট নির্বাচনে প্রার্থী ছিল মোঠ-২১জন,তার মধ্যে ৬ষ্টশ্রেনী থেকে-০৫জন,৭ম শ্রেনী থেকে-০৪জন,৮ম শ্রেনী থেকে-৪জন,৯ম শ্রেনী থেকে-০৩জন,১০ম শ্রেনী থেকে-০৫জন।

কেবিনেটে অংশগ্রহনকারী ও নির্বাচিতরা হলেন,৬ষ্টশ্রেনী ০৫জন প্রার্থীর মধ্যে সাইদুর নেছা-১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।৭মশ্রেনী থেকে ০৪জন প্রার্থীর মধ্যে-২০০ ভোট পেয়ে মোঃ আব্দুর রহমান নির্বাচিত হয়।৮মশ্রেনী থেকে ০৪জন প্রার্থীর মধ্যে দুইজন,আব্দু রহমান-৩৭৯ ভোট পেয়ে ১ম,জোসনা আক্তার-৩০৬ ভোট পেয়ে ২য় হয়।৯মশ্রেনী থেকে ০৩জন প্রার্থীর মধ্যে দুইজন রাদিয়া আক্তার-৩৭৭ ভোট পেয়ে ১ম,ফয়সাল উদ্দিন তুহিন-৩৪৯ ভোট পেয়ে ২য় হয়।১০মশ্রেনী থেকে ৫জন প্রার্থীদের মধ্যে দুইজন মোঃ সাদ্দাম হোসেন -২৯২ ভোট পেয়ে ১ম,আয়শা ছিদ্দিকা-২৫৭ ভোট পেয়ে ২য় হয়।

উক্ত হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের,নির্বাচন কমিশানের দায়িত্বে ছিলেন,অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছৈয়দ মিয়া প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন।সহকারী নির্বাচন কমিশনার ছিলেন,০৯ম শ্রেনীর ছাত্র মোঃ জাহাঙ্গীর,১০শ্রেনীর ছাত্রী উম্মে হায়াত।নির্বাচনের সাবির্ক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের,শিক্ষক,মনিশংকর নাথ,উহলা অং,আশীষ কুমার বেদাজ্ঞ,খোকন বড়–য়া।নির্বাচন চলাকালী ভোটার গন অত্যন্ত সুন্দর ও আনন্দগন পরিবেশে উৎসাহ উদ্দিপনায় নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন।