নুরুল আমিন হেলালী:
সারা দেশের মতো কক্সবাজারেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে স্টুডেন্ট কেবিনেট    নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। যোগ্য নেতৃত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা, পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে ২৭ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মূখরিত হয়ে উঠে বিদ্যালয় মাঠ।এদিন একই নিয়মে এক যোগে জেলার সবকটি উপজেলার   প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট  নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে বিদ্যালয়ে বিভিন্ন ভোটার ও প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় এ বয়সে জাতীয় ভোট দেয়ার অধিকার না থাকলেও তাদের বিদ্যালয়ে প্রতিনিধি বাছাইয়ে যোগ্য প্রার্থীদের ভোট দিতে পেরে তারাও খুশি ।অন্যদিকে অভিভাবকরাও এসেছেন তাদের সন্তানদের উৎসাহ দিতে ।ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক একে আলমগীর জানান,সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় তার বিদ্যালয়ে ২০ জন প্রার্থীর মধ্যে ৮ জন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে । তন্মধ্যে দশম শ্রেণীর সাকিব ও সাদিয়া,নবম শ্রেণীর সাঈদ ও মাইছা,অষ্টম শ্রেণীর সামান্তা,সপ্তম শ্রেণীর আদিল ও রাইসা এবং ষষ্ঠ শ্রেণীর সায়েম নির্বাচিত হয়।
জানা যায়,এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ,দুজন সহকারী কমিশনার ,একজন পিরিসাইডিং অফিসার ও কয়েক সহকারী প্রিসাইডিং অফিসার শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছিল
। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন জানান,সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সুুুষ্ঠ ভাবে নির্বাচন  সম্পন্ন হয়েছে