সিবিএন:
কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কক্সবাজার হর্টিকালচার ( মাশরুম সম্প্রসারণ কেন্দ্র) সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, অবৈধ অভিবাসন একটি জঘন্যতম ও আইনগত দন্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্বেও অবৈধ অভিবাসন বন্ধ হচ্ছে না। দালালে খপ্পরে পড়ে প্রতি বছর নিরহ নারী, পুরুষ ও শিশু পাচারের শিকার হচ্ছে।

তিনি বলেন, যদি জনগণকে সচেতন করা যায় তবে অভিবাসন প্রক্রিয়া দ্রুত সফলতার মুখ দেখবে।

অভিবাসন নিয়ে কাজ করা এনজিও সংস্থা ইপসা আয়োজিত নিরাপদ অভিবাসন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন টিম লীডার খালেদা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কক্সবাজারকে ইয়াবা এবং মানব পাচার বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তালিকা করা হয়েছে। যেকোন সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মইনুল হাসান পলাশ, ইপসা কর্মকর্তা জসীম উদ্দিন।