এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাসহ পরোয়াভুক্ত ৮আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীর মধ্যে সাজাপ্রাপ্ত,দাঙ্গা-হাঙ্গামা,মাদকসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে পরদিন ২৬ জানুয়ারী শুক্রবার ভোর রাতে ও দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালায় থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে,উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম ২৬জানুয়ারী শুক্রবার ভোর রাত্রে দুপুর পর্যন্ত থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপপরিদর্শক(এসআই)অপু বড়ুয়া ও উপ-সহকারী পরিদর্শক এ এস আই সাজু প্রতাভ,রিমন, আকবর মিয়াসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়াভুক্ত ৮আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।তৎমধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকার মৃত হাসান আলীর পুত্র তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল আবচার (৩০) ও বরইতলী ইউনিয়নের ছয়মাসের সাজাপ্রাপ্ত প্রফুল্ল দাশের পুত্র সুরুত দাশ(৩২) কে গ্রেপ্তার করেছে।এ ছাড়াও

পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আরো ৬আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত এ সব আসামীর বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা,মাদক, মামলাসহ নানা অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়াভুক্ত ৮জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত এসব পরোয়ানাভূক্ত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।