শফিক আজাদ, উখিয়া:

আগামী ৮ ফ্রেব্রুয়ারী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মিথ্যা মামলার রায়ের দিন ধার্য্য করা হয়েছে। এই মামলার রায়কে সামনে রেখে ইতিমধ্যে সরকারের বিভিন্ন এমপি,মন্ত্রীসহ দলীয় নেতাকর্মীরা আগাম মন্তব্য করে মহামান্য আদালতকে প্রশ্নবিদ্ধ করেছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিনের এই মামলার রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের দিন গণনা শুরু হবে। এ জন্যে যুবদলের নেতৃবৃন্দদের এখন থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। শুক্রবার বিকেল ৩টায় টাইপালং মাদ্রাসা প্রাঙ্গনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ সাংগঠনিক শাখার এক কর্মী সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সিরাজুল হক ডালিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার, দপ্তর সম্পাদক আব্দুল মালেক মানিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফি সওদাগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আমিন সিকদার, উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, আপেল সিরাজী, মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন, সাদমান কামাল জামি চৌধুরী, রাজাপালং দক্ষিণ সেচ্ছাসেবকদলের সভাপতি শাহজাহান, রাজাপালং উত্তর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, কফিল উদ্দিন, কামাল উদ্দিন, রিদুয়ানুর রহমান, জালাল, হাসেম, জামাল, এনাম, কামাল, হেলাল, মাহামুদুল হক, ইসহাক বাবুল, জসিম, সাহাব উদ্দিন, আলী আকবর, আনোয়ার। সভার সভাপতিত্ব করেন রাজাপালং সাংগঠনিক দক্ষিণ শাখার সভাপতি সাইফুল ইসলাম সিকদার এবং সভা সঞ্চালনা করেন রাজাপালং সাংগঠনিক দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ডাঃ এখেলাছ কবির জিয়া।