মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার একমাত্র উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার বিদায় সংবর্ধনা-বরণ সেম্পন্ন হয়েছে। সেই সাথে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীও হয়ে গেছে।
২৫ জানুয়ারী সকাল ১০টায় মাদ্রাসা মাঠে সহকারী সুপার ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আজাদের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল কোম্পানী।
প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। যারা যুগে যুগে সৎ শিক্ষা অর্জন করে সমাজে বিলিয়ে দিয়েছেন তারাই সফলকাম। পৃথিবীতে যতসব মনিষীরা আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন তারাও অধ্যয়ন করার কারণে তিনি বিদায়রত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ছোট একটি নদী পার হতে যাচ্ছ। তোমাদেরকে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল অর্জন আরো অনেকদূর পাড়ি দিতে হবে। তোমরাই একদিন দেশকে শাসন করবে।
সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ও বৃহত্তর ঈদগাঁওর কমিউনিটি পুলিশ কর্মকর্তা মহি উদ্দীন। আলহাজ¦ আবুতাহেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোস্তফা কামাল এমইউপি, সাবেক মেম্বার আয়ুব আলী, সৌদি প্রবাসী কামাল উদ্দীন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ, সাবেক শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ। প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আসমা উল হুসনা। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে ১০ম শ্রেণীর ছাত্র মোর্শেদ আলম, ইয়াছিন আরফাত সাইমুম, ৭ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুবাইর বক্তব্য রাখে। বিদায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজবাহুল হক। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার টুম্পা। বিদায়ীদের পক্ষে মানপত্র পাঠ করেন তাছলিমা আক্তার। পরে অতিথিরা বিদায়ী ছাত্রছাত্রী ও প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।