আহ্বায়ক- আবু বক্কর ছিদ্দিক

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহেশখালী উপজেলা শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে আবু বক্কর ছিদ্দিককে আহ্বায়ক (পৌরসভা), মোঃ আমিনুল হক চৌধুরী যুগ্ম-আহ্বায়ক (শাপলাপুর), ফরিদ মিয়া আরমান যুগ্ম-আহ্বায়ক (বড় মহেশখালী), এডঃ সালামত উল্লাহ রানা, যুগ্ম-আহ্বায়ক (বড় মহেশখালী), এড. সিরাজুল ইসলাম সিরাজ যুগ্ম-আহ্বায়ক (মাতারবাড়ী) করে ৮৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। আহ্বায়ক কমিটিকে আগামী দু’মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটিতে চার সদস্যের উপদেষ্টা পরিষদের রয়েছেন যথাক্রমে- আবু তাহের চৌধুরী কালারমারছড়া, এড. নুরুল আলম পৗরসভা, নুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান মাতারবাড়ী, ডাঃ আবদুল মোতালেব বড় মহেশখালী। সদস্য যথাক্রমে-আখতার কামাল চৌধুরী-বড় মহেশখালী, এখলাছুর রহমান-কালারমারছড়া, মোঃ শফি মেম্বার-কুতুবজোম, রেজাউল করিম মেম্বার-ছোট মহেশখালী, এস্তাফিজুর রহমান-মাতারবাড়ী, মোঃ নুরুচ্ছবি মেম্বার-হোয়ানক, আলহাজ্ব কবির আহমদ-বড় মহেশখালী, আবুল কালাম আজাদ-কালারমারছড়া, আরিফুল কাদের চৌধুরী-মাতারবাড়ী, এডঃ আনছারুল হক-বড় মহেশখালী, মোঃ নুরুল আজম-বড় মহেশখালী, আবদুল করিম মেম্বার-হোয়ানক, মোস্তাক আহমদ বাবুল-হোয়ানক, অধ্যাপক আবু সরওয়ার রানা-কালারমারছড়া, মোঃ আখতার হোসেন-শাপলাপুর, রফিকুল ইসলাম-মাতারবাড়ী, নাছির উদ্দিন মোঃ বাবর চৌঃ-মাতারবাড়ী, এনামুল করিম চৌধুরী-হোয়ানক, এম. আব্দুর রহিম-হোয়ানক, আবদুল করিম মেম্বার-ছোট মহেশখালী, এডঃ রিদুয়ান ছিদ্দিকী-কালারমারছড়া, খোরশেদ আলম-কালারমারছড়া, মাষ্টার শফিকুর রহমান-হোয়ানক, সরওয়ার আলম-ধলঘাট, মোঃ ওসমান গণি -কুতুবজোম, ডাঃ মনছুর আহমদ-কালারমারছড়া, মাষ্টার আবু ছৈয়দ-কালারমারছড়া, মোঃ হোসেন চৌধুরী-হোয়ানক, মোঃ হোসেন মাসুম-মাতারবাড়ী, জাহানারা জাহাঙ্গীর (ভাইস চেয়ারম্যান)-কালারমারছড়া, হামিদ হোসেন খোকা মেম্বার – মাতারবাড়ী, আব্দুর রহিম-ছোট মহেশখালী, ডাঃ ফিরোজ আহমদ-ছোট মহেশখালী, মোঃ মোসলেম মিয়া-ছোট মহেশখালী, জসিম উদ্দিন চৌধুরী-কালারমারছড়া, এড. মোঃ জিয়া উদ্দিন-ধলঘাট, এড. আবদুল মজিদ-হোয়ানক, এড. মিজানুর রাশেদ-কালারমারছড়া, সাজ্জাদ হোসেন-ধলঘাট, জাগির হোসেন কোম্পানী-বড় মহেশখালী, মোজাম্মেল হক-কালারমারছড়া, আবু ছিদ্দিক মেম্বার-ছোট মহেশখালী, মোঃ ওসমান মেম্বার-ছোট মহেশখালী, নুরুল হুদা মেম্বার-ছোট মহেশখালী, নুরুজ্জামান সিকদার-মাতারবাড়ী, শাহাদাত হোসেন নাছির-মাতারবাড়ী, জুবাইদা খানম-শাপলাপুর, নুরী আকতার মোতালেব-বড় মহেশখালী, আবদুল মন্নান সওদাগর-ছোট মহেশাখালী, জাফর আলম মেম্বার-ছোট মহেশাখালী, আবু ছৈয়দ-ছোট মহেশাখালী, নেছারুল হক সিকদার-কুতুবজোম, মনি সিকদার মেম্বার-কুতুবজোম, হাজী নুরুল হক-কুতুবজোম, তৈয়ম গোলাল-কুতুবজোম, মোঃ শামশুল আলম-হোয়ানক, ওসমান সরওয়ার খোকন-ছোট মহেশাখালী, আবদুস সালাম মেম্বার-মাতারবাড়ী, মোঃ বেলাল মাঝি-মাতারবাড়ী, মোঃ আবদুস শুক্কুর-কালারমারছড়া, আনোয়ার পাশা বড়-মহেশখালী, মোঃ ছাবের হোসেন-বড় মহেশখালী, মাষ্টার মোহাম্মদ আলী-শাপলাপুর, আবদুল কাদের বাশি মেম্বার-শাপলাপুর, এম. মোহাম্মদ আলী-শাপলাপুর, মোঃ বজল আহমদ-শাপলাপুর, আবদুল মালেক মেম্বার-হোয়ানক, মোঃ এনামুল হক-কালারমারছড়া, মোঃ ইকবাল হোসেন-বড় মহেশখালী, মাষ্টার আবদুস শুক্কুর-হোয়ানক, মোহাম্মদ নবী উল্লাহ-ধলঘাট, সিরাজুল আলম মেম্বার-ধলঘাট, জয়নাল আবেদীন মেম্বার-ছোট মহেশখালী, হাসিনা আক্তার-ছোট মহেশখালী, মোঃ ওসমান-মাতারবাড়ী, মোঃ হাসান আলী-ছোট মহেশখালী, এরশাদ উল্লাহ-শাপলাপুর, মোঃ জকরিয়া-কালারমারছড়া।