ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
ভালকাজের স্বীকৃতীস্বরূপ আইজিপিএস পদকে ভূষিত হওয়ায় কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউসকে সংবর্ধনা দিয়েছে কুতুবদিয়া মহিলা কলেজ। ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় কলেজ হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ সুজন চৌধুরী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রজব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি আওরঙ্গজেব মাতবর।

কলেজের অধ্যক্ষ এফ.এম নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবিদয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) শেখ শহিদুল ইসলাম লালা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার সওয়ার আলম সিকদার, জাতীয় শ্রমিক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম কুতুবী এমইউপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ছাত্র নেতা শেখ সেলিম উদ্দিন লিটন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া মহিলা কলেজের পৌরনীতি ও সু-শাসন বিভাগের প্রভাষক মাহমুদুল করিম। অনুষ্ঠানে ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণি ছাত্রী শাহিদা আকতার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক ওসমান গণি, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইফুদ্দিন ও অর্থনীতি বিভাগের প্রভাষক এম.নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যিনি ভালো কাজ করবেন,তিনি অবশ্যই সফলতা পাবেন। ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউসও তাঁর ভালো কর্মের ফলের জন্য আইজিপি পদকে ভূষিত হয়েছেন। এ সম্মান শুধুর তার একার নয়, এ সম্মান কুতুবদিয়া বাসীরও।

উল্লেখ্য যে, ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস সপ্তাহে দুই দিন কুতুবদিয়া মহিলা কলেজে ইংরেজী কথোপকোথনের ক্লাস করান। তাই ওসি’কে মহিলা কলেজের একজন শিক্ষক হিসাবে মানেন কলেজের শিক্ষার্থীসহ সংশ্লীষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলেজের শিক্ষক/কর্মচারীসহ শিক্ষার্থীরা।