প্রেস বিজ্ঞপ্তি :
অর্থনীতির সেরা কাগজ জাতীয় ম্যাগাজিন সাপ্তাহিক জনতার কণ্ঠের প্রশাসন, প্রচার ও প্রসারে আমূল পরিবর্তন করে বিচার, প্রশাসন পুলিশ বিভাগসহ সর্বক্ষেত্রে সাহসী সংবাদ পরিবেশন করে অগ্রণী ভূমিকা পালন করায় তরুণ কথাসাহিত্যিক জনতার কণ্ঠের প্রধান সম্পাদক ও জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক সমুদ্রসন্তান মো. আকতার হোছাইন কুতুবীকে শ্রেষ্ঠ প্রধান সম্পাদক স্বীকৃতি শ্রেষ্ঠ সম্মাননা-২০১৭ ও জাতীয় ম্যাগাজিন আলো’র প্রচার ও প্রসারে এবং উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সম্মাননা ২০১৭ গত ১৮ জানুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা তুলে দেয়া হয়। আকতার কুতুবীকে সম্মাননা তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভাপতিত্ব করেন জনতার কণ্ঠ ও জাতির আলো’র সম্পাদক ও প্রকাশক, সৎ ও নীতি নৈতিকতার আদর্শের প্রতীক আউলিয়া বেগম আলো। উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, কবি-সাহিত্যিক, ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ, প্রেস কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারী ও জনতার কণ্ঠ, জাতির আলো’র পরিবারের সদস্যরা। সমুদ্রসন্তান আকতার কুতুবী গতকাল সংক্ষিপ্ত পারিবারিক সফরে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান জাতির আলো’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সদ্য জাতির আলো’র সেরা ২০ জনের মধ্যে অন্যতম সেরা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে জনতার কণ্ঠ, জাতির আলো, দৈনিক আমার কাগজ, দি গুডমর্নিং পত্রিকার কক্সবাজার ব্যুরো অফিসের উজ্জীবিত ও উল্লাসিত সাংবাদিকরা। বিকালে তাদের প্রিয় সমুদ্রসন্তান ঢাকা’র রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠের প্রধান সম্পাদক ও পরপর তিন বার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক শ্রেষ্ঠ সম্মাননায় অভিষিক্ত আকতার কুতুবীকে ফুলে ফুলে বরণ করে নেন। সুশৃঙ্খল গাড়ি বহরের মধ্যদিয়ে কক্সবাজার থানার পেছন রোডস্থ ব্যুরো অফিসের কার্যালয়ে সংক্ষিপ্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন জনতার কণ্ঠের পক্ষে এডভোকেট একেএম এরশাদ উল্লাহ মিল্টন, সাংবাদিক ও মানবাধিকার কমী জানে আলম সাকি ,  জাতির আলো’র পক্ষে হাফেজ আব্দুল কাইয়ুম নয়ন, ব্যুরো অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে প্রধান কম্পিউটার অপারেটর ও ডিজাইনার চিংসাউ মারমা বাবু, সার্কুলেশন বিভাগের পক্ষে শহিদুল ইসলাম ও অফিস সহায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন আমাদের কক্সবাজারের অহংকার, কৃতিপুরুষ যিনি ঢাকা’র বুকে জাতীয় দু’টি ম্যাগাজিনের শ্রেষ্ঠ সম্পাদকের সম্মাননা পেয়ে কক্সবাজারবাসীকে গর্বিত করেছেন এবং সংবাদ জগতের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যুরো প্রধান মোহাম্মদ আলমগীর ও অন্যান্য প্রতিনিধিদের সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজারে সিনিয়র সাংবাদিক ও প্রত্যেক স্তরের প্রধানদেরকে নিয়ে আগামী দু’ তিনদিনের মধ্যে ব্যুরো অফিসের পক্ষ থেকে আমাদের সমুদ্রসন্তান আকতার কুতুবীকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠানে ফুলে ফুলে সিক্ত আকতার কুতুবী কোন ধরনের বক্তব্য না রেখে শুধুই বলেন, এই প্রাপ্তি আমার জন্মভূমি কক্সবাজারের, আমার একার কিছু নয়, আপনাদের ভালোবাসা, দোয়া-ই আমার বড় প্রাপ্তি।