ফরিদুল অালম দেওয়ান ,মহেশখালী :

কক্সবাজারের মহেশখালীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে জলদাশ পাড়ার জন্য শবদেহের স্নানাগার। মহেশখালী পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোরকঘাটা জলদাশ পাড়া শ্মশানে স্নান ঘরটি গোরঘাটা জলদাশ পাড়ার বিনোদ বিহারি দাশের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে ২২ জানুয়ারি সকালে নিজেই তার পিতা মৃত রজনী কান্ত দাশ,মা মৃত বুড়ি বালা দাশের নামে এ স্নান ঘরটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।স্নান ঘরটি নির্মানে দুই লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোরকঘাটা জলদাশ পাড়া শ্মশান পরিচালনা কমিঠির নবনির্বাচিত
সভাপতি ঝুলন কুমার দাশ (মিটু), সহ সধারণ সম্পাদক নেপাল দাশ, প্রদীপ দাশ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সহ সভাপতি সরল দাশ, সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, অর্থ সম্পাদক খোকন দাশ, সদস্য যথাক্রমে ভুগোল দাশ, সোনা রাম, দিনেশ, রবি, রুবেল, বিপণ ও কমিটির উপদেষ্টারা। সভাপতি ঝুলন কুমার দাশ বলেন, স্নান ঘরটি নির্মাণ করে দেওয়ায় শ্মশান পরিচালনা কমিঠি বিনোদ বিহারি দাশের প্রতি এলাকাবসীরা কৃতজ্ঞ।