মিজবাউল হক, চকরিয়া:
ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা এবং ক্রমশই বেড়ে চলছে সামাজিক অপরাধ। পারিবারিক শিক্ষা, মতপ্রকাশের প্রতিবন্ধীকতা ও সচেতনতার অভাবের কারণে অনেকটা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এখন বখাটেদের উপদ্রবের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ছাত্রদের মধ্যে ইভটিজিং, মাদকাসক্ত এবং খুনাখুনির মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ২১জানুয়ারি বিকাল তিনটায় চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির হলরুমে এড: লুৎফুল কবিরের সভাপতিত্বে এবং কো: অডিনেটর মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত ঘটছে নানান অপরাধ। অপরাধের ধরণও পাল্টিয়েছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে স্কুল পড়ুয়া ছাত্ররা খুনাখুনিতে জড়িয়ে পড়ছে। এমনকী জঙ্গিবাদেও জড়িয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, দেশে যথাযথ আইনের প্রয়োগ না থাকায় অপরাধে জড়াচ্ছে ছাত্ররা। নিজের সন্তানকে পারিবারিক ভাবে শিক্ষা দিলে অপরাধ প্রবনতা অনেকটা কমে আসবে বলে জানান মত প্রকাশের স্বাধীনতা ও মানববাধিকার বিষয়ক এক আলোচনা সভায় আসা বক্তারা এসব কথা বলেন।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদউদ্দিন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক পদ্ধলোচন বড়ুয়া, সনাকের সভাপতি অধ্যাপক সাহাবউদ্দিন, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা মকছুদুল হক ছুট্টো, এড: ওমর আলী, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপিকা বুলবুল জন্নাত, সাংবাদিক মিজবাউল হক, খাইরুল আনাম, কর্মনীড়ের নিবার্হী পরিচালক শাহেনা আক্তার, ফেবের এনি, নারগিছ আক্তার ও দিদারুল আলম।